উত্তর দিনাজপুর: খেলতে গিয়ে নিখোঁজ ৬ বছরের শিশু।মাটি খুঁড়ে উদ্ধার মৃতদেহ।
যৌন নির্যাতন করে খুনের অভিযোগ।উত্তর দিনাজপুরের করণদিঘির ভোপলা গ্রামের ঘটনা। ৫ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল প্রথম শ্রেণির ছাত্রীটি।
স্থানীয় সূত্রে খবর,রবিবার ভুট্টা-খেতে জল দিতে গিয়ে মাটির নিচ থেকে একটি শিশুর হাত বেরিয়ে থাকতে দেখেন জমি মালিক। খবর দেওয়া হয় করণদিঘি থানায়। মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
করণদিঘি থানায় যৌন নির্যাতন ও খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।