কলকাতা: ছবিতে উর্দি পরিহিত যাঁকে দেখা যাচ্ছে, তিনি বিএসএফ-এর ডিজি কে কে শর্মা। তবে এটা বিএসএফ-এর কোনও অনুষ্ঠানের ছবি। এই অনুষ্ঠান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস মনোভাবাপন্ন এক সংগঠনের। নাম সীমান্ত চেতনা মঞ্চ।
ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান বন্ধের দাবিতে রবিবার ছিল সীমান্ত চেতনা মঞ্চের চিন্তন বৈঠক। আর সেখানেই একেবারে উর্দি পরে হাজির বিএসএফ-এর ডিজি!
এই ছবি সামনে আসার পর থেকেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি নিরাপত্তা বাহিনীতেও গৈরিকিকরণ শুরু হয়ে গেল?
এনিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিএসএফ-এর ডিজির পদত্যাগ দাবি করেছে তারা।
তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিএসএফ ডিজির পদত্যাগ দাবি করছি। কী দেশ তৈরি হচ্ছে! যাদের নিরাপত্তা দেওয়ার কথা সীমান্তে, তারা উর্দি পরে আরএসএসের বৈঠকে। রাজনীতির ইচ্ছে থাকলে উর্দি খুলে যেতে পারেন। সেনা ও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানতে চাওয়া উচিত। বিএসএফ-এর উর্দি আরএসএসের সভায় পরার জন্য নয়। সীমান্তরক্ষার কাজের জন্য।
বিএসএফের ডিজির এভাবে আরএসএসপন্থী সংগঠনের চিন্তন শিবিরে হাজির হওয়ার সমালোচনায় সরব সিপিএম-ও। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, উর্দি ছেড়ে সরাসরি দলে যোগ দিন। এগুলো দেশের পক্ষে ভয়ঙ্কর।
কংগ্রেস আবার এই ইস্যুতে বিজেপির পাশাপাশি কৌশলে খোঁচা দিয়েছে তৃণমূলকেও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, আরএসএসপন্থী সংগঠনের অনুষ্ঠানে বিএসএফের ডিজির আসা উদ্বেগজনক বিষয়, দুশ্চিন্তার কারণ। নিরাপত্তা বাহিনীর গৈরিকিকরণ হওয়া উচিত নয়। তবে এ ধরনের ছবি আমরা এরাজ্যেও দেখছি। এটা কাম্য নয়।
বিরোধীরা একসুরে সমালোচনা করলেও বিজেপি এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছে না। বিজেপি নেতা মোহিত রায়ের সাফাই, এটা কোনও আশ্চর্য হওয়ার মতো ঘটনা নয়। সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের নিয়ে আলোচনা। এলে সমস্যা কোথায়? তৃণমূল রাজনীতি করার জন্য হইচই করছে।
আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি করেছেন, প্রয়োজনে সেনার থেকেও তাড়াতাড়ি তৈরি হতে পারেন স্বয়ংসেবকরা। সেই মন্তব্য ঘিরে যখন সমালোচনার ঝড় উঠেছে, তখন আরএসএস মনোভাবাপন্ন সংগঠনের অনুষ্ঠানে উর্দি পরিহিত অবস্থায় বিএসএফের ডিজি-র হাজিরা, বিতর্ককে আরও জোরাল করল।
আরএসএসপন্থী সংগঠনের সভায় বিএসএফের ডিজি, উর্দি পরে কেন রাজনীতির মঞ্চে? প্রশ্ন তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Feb 2018 08:50 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -