হুগলি: ফের আক্রান্ত প্রতিবাদী। চুঁচুঁড়ায় বেআইনি প্রোমোটিংয়ের প্রতিবাদ করায় প্রৌঢ় ফরওয়ার্ড ব্লক নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত দুই প্রোমোটারের বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি। আক্রান্ত ফরওয়ার্ড ব্লক নেতা হাসপাতালে ভর্তি। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।
ফের প্রতিবাদীর কণ্ঠরোধের চেষ্টা। মেটিয়াবুরুজ, উলুবেড়িয়ার পর এবার ঘটনাস্থল হুগলির চুঁচুঁড়া।
প্রোমোটিং দৌরাত্ম্যের বাধা দেওয়ায় এখানে ফরওয়ার্ড ব্লকের প্রৌঢ় নেতা প্রবীর রায়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সী এই ফরওয়ার্ড ব্লক নেতার দাবি, রবিবার সকালে তিনি স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাত্‍ই সেখানে চড়াও হয় জনাকয়েক দুষ্কৃতী। চায়ের দোকানের সামনেই তাঁকে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
কিন্তু, আচমকা এই প্রৌঢ়ের ওপর আক্রমণ কেন? অভিযোগ, গোটা ঘটনার কেন্দ্রে রয়েছে ৩০ কাঠা জায়গাজুড়ে থাকা এই মাঠটি। ফরওয়ার্ড ব্লক নেতা তথা স্থানীয় একটি ক্লাবের সম্পাদক প্রবীর রায়ের দাবি, এই মাঠটি তাঁদের ক্লাবের। কিন্তু, অমল ঘোষ এবং নরেন সাহা নামে স্থানীয় দুই প্রোমোটার মাঠটি হাতাতে চাইছেন। ক্লাবের দলিল ভুয়ো বলে অভিযোগ করে তারা আদালতেও যান। কিন্তু, আদালত শেষমেশ জানিয়ে দেয়, ক্লাবের দলিলে কোনও গন্ডগোল নেই। এই মামলা এখনও চলছে।
আক্রান্ত ফরওয়ার্ড ব্লক নেতার দাবি, মাঠ না হাতাতে পেরেই ওই প্রোমোটাররা তাঁর ওপর খাপ্পা। সেই বদলা নিতেই রবিবার হামলা।
অভিযুক্ত দুই প্রোমোটারের বাড়ি গিয়েও তাদের খোঁজ মেলেনি। এই অভিযোগ প্রসঙ্গে তাঁদের কোনও প্রতিক্রিয়াও মেলেনি।
আক্রান্ত ফরওয়ার্ড ব্লক নেতাকে চুঁচুঁড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে।