হাওড়া: কথায় বলে, চোরের ওপর বাটপাড়ি! বাস্তবে তাই করে দেখানোর ছক কষেছিলেন কেন্দ্রীয় আইবি অফিসার ও ২ প্রাক্তন শুল্ক কর্তা সহ ৭। কিন্তু শেষ রক্ষা হল না। চোরাই সোনা লুঠের চেষ্টার অভিযোগে শ্রীঘরে সবাই।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে কামরূপ এক্সপ্রেস থেকে পাঁচ কেজি চোরাই সোনা নিয়ে হাওড়া স্টেশনে নামে এক ব্যক্তি।
স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় তাকে ঘিরে ধরেন ৭ জন। তাঁদের  মধ্যে ছিলেন শুল্ক দফতরের দুই প্রাক্তন কর্তা এবং সেন্ট্রাল আইবির এক সহকারী কমিশনার। নিজেদের পরিচয় দিয়ে ওই ব্যক্তির কাছে থাকা সোনা লুঠ করার চেষ্টা করেন তাঁরা।




কিন্তু ওই ছিনতাইকারীদের জানা ছিল না, তাঁদেরকে জালে ফেলতে জাল পেতেছে হাওড়া পুলিশ। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে ভোর থেকে হাওড়া স্টেশন চত্বরে সাদা পোশাকে ঘুরছিলেন হাওড়া পুলিশের গোয়েন্দা ও আধিকারিকরা। সোনা ছিনতাইতাইয়ের চেষ্টা হতেই তাঁরা ঘিরে ফেলেন ছিনতাইকারীদের। গ্রেফতার করা হয় সবাইকে। উদ্ধার হয়েছে ৫ কেজি সোনা



ধৃতদের মধ্যে রয়েছেন, শুল্ক দফতরের প্রাক্তন কর্তা অণুতোষ খাসনবিশ, অরবিন্দ দাস এবং সেন্ট্রাল আই বি-র সহকারি কমিশনার অতনু বিকাশ কাঞ্জিলাল। তাঁদের জেরা করা হচ্ছে। তাঁদের সঙ্গে কোনও চোরাচালান চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানতে পেরেছে, ধৃত সোনা পাচারকারী দার্জিলিঙের গুরুং বস্তির বাসিন্দা। নাম বিজয় তামাং। সে কোথা থেকে ওই সোনা নিয়ে কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।