পূর্ব মেদিনীপুর: দক্ষিণ ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার সকালে দিঘা, শঙ্করপুর ও মন্দারমনিতে ভিড়েছে অসংখ্য ইলিশ ভর্তি ট্রলার। প্রজননের কারণে মে-জুন মাসে ইলিশ ধরার ওপর জারি ছিল নিষেধাজ্ঞা। তার ওপর বাধা হয়ে দাঁড়িয়েছিল ঘূর্ণাবর্ত, নিম্নচাপ। সব বাধা কাটতে জাল ভরে উঠেছে রুপোলি শস্য। একদিনেই দিঘা, শঙ্করপুর ও মন্দারমণিতে এল প্রায় দেড়শ টন ইলিশ। যা এই মরশুমে সবচেয়ে বেশি। জোগান বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমেছে ইলিশের। মৎস্যজীবীদের আশা, আগামী কয়েকদিনে আরও উঠবে ইলিশ। আরও কমবে দাম।