পশ্চিম মেদিনীপুর: রাজ্যে ফের ব্লু হোয়েল আতঙ্ক! পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় অনলাইন মারণ গেমের ফাঁদে একাদশ শ্রেণির ছাত্র। ব্লেড দিয়ে হাত কাটতে হয়েছে বলে দাবি ছাত্রের। যদিও পুলিশ সুপারের দাবি, গল্প ফেঁদেছিল ছাত্র!
গড়বেতার স্কুলের একাদশ শ্রেণির ছাত্রের দাবি, কয়েকদিন আগে তার মোবাইল ফোনে মেসেজে একটি লিঙ্ক আসে। সেই লিঙ্কে ক্লিক করতেই মোবাইল ফোনে আপনা আপনি ডাউনলোড হয়ে যায় ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’। এরপর তার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। তার দাবি, ফোনে আমার সব বায়োডাটা বলে দিল। বলল, চ্যালেঞ্জ নিতে পারবে। যখম বললাম পারব, একটা করে টাস্ক দিতে শুরু করল।
ছাত্রের দাবি, এর পর টাস্ক অনুযায়ী, ব্লেড দিয়ে হাত কেটে ‘এফ-৫৭’ লেখে সে। বিষয়টি স্কুলের এক বান্ধবীকে জানিয়েছিল। সেই বান্ধবীই এক স্কুল শিক্ষককে বিষয়টি জানায়। খবর যায় অভিভাবকের কাছে।
যদিও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের দাবি, গোটাটাই নাটক। তিনি বলেন, ছেলেটি গল্প ফেঁদেছিল। হাতে সস লাগিয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে গড়বেতা থানার পুলিশ। ছাত্রের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।