নদিয়া ও হাওড়া: রাজ্যের দুই প্রান্তে দুটি পথ দুর্ঘটনা। নদিয়ায় পিকনিক সেরে বাড়ি ফেরার পথে ম্যাটাডোর-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮। অন্যদিকে, বালিতে সাইকেলে সজোরে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের।
নদিয়ায়, পিকনিক সেরে বাড়ি ফেরার পথেই সব শেষ। ম্যাটাডোর-লরির মুখোমুখি সংঘর্ষ। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রবিবার, বেথুয়াডহরি অভয়ারণ্যে পিকনিক সেরে ম্যাটাডোরে বাড়ি ফিরছিল একটি দল। মাঝপথেই দুর্ঘটনা। নাকাশিপাড়ায় ৩৪ নং জাতীয় সড়কের উপর যুগপুরে দশ চাকার একটি লরি, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ম্যাটাডরে ধাক্কা মারে। মারা যান ৮ জন। আহত হন আরও ৯ জন। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরিটিকে আটক করে পুলিশ। চালক পলাতক।
এর আগে, এ দিন বালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক প্রৌঢ়ের। বাইক গিয়ে সজোরে ধাক্কা মারে সাইকেলে। ছিটকে পড়েন ওই প্রৌঢ়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা, বাইকচালককে ধরে পুলিশের হাতে তুলে হয়।