মেদিনীপুর: ফের সেলফির বলি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল কলেজ ছাত্রের।


পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছে ট্রেন। আর তার সামনে দাড়িয়ে সেলফি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এরকম ছবি আপলোড করলেই দেদার লাইক আর কমেন্টের ফোয়ারা! শনিবার এরকমই সেলফি তুলতে গিয়েছিলেন চন্দ্রকোণার গৌরব গুইন মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবাঞ্জন রায়। আর তা করতে গিয়েই চলে গেল জীবন!

দুই ভাইকে নিয়ে চন্দ্রকোণা রোড লাগোয়া রেলব্রিজে মকর সংক্রান্তির মেলায় যায় দেবাঞ্জন। প্রত্যক্ষদর্শীরা জানান, পেছনে ট্রেন আসছে, এমন সময় সেলফি তুলতে গিয়েই ঘটে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় দেবাঞ্জনের দেহ!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩ জন রেল লাইনে দাঁড়িয়ে ছবি তুলছিল। ট্রেন আসলে দুজন ঝাঁপ দিলেও, ওই ছেলেটি ঝাঁপ দিয়ে রেল লাইনের বাইরে বেরিয়ে আসতে পারেনি।

শুধু দেবাঞ্জনই নয়, সেলফির নেশায় এর আগেও এ রাজ্যে প্রাণ গিয়েছে অনেকের।

গত বছরের অক্টোবরে সেলফি তুলতে গিয়ে অজয় নদের জলে তলিয়ে যান দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া অরিত্র গঙ্গোপাধ্যায়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া সৌরভ দেরও মৃত্যু হয়েছিল রেললাইনে দাড়িয়ে সেলফি তুলতে গিয়ে।