শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বয়স যে স্রেফ সংখ্যা তা বুঝিয়ে দিলেন কোচবিহারের আরতি ভট্টাচার্য।
একাধিক কোমর্বিডিটি সত্ত্বেও ৯৯ বছরে কোভিডকে জয় করে বাড়ি ফিরলেন। প্রায় শতায়ুর মনের জোরকে কুর্ণিশ চিকিৎসকদের। চ্যালেঞ্জ জিতে চিকিৎসকরাও তৃপ্ত।
কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ির বাসিন্দা এই প্রবীণা ২৯ এপ্রিল করোনা আক্রান্ত হন। রক্ত সুগারের মাত্রা ছিল মারাত্মক।
হাসপাতালে ভর্তি থাকাকালীন আক্রান্ত হন হৃদরোগে। একাধিক কোমর্বিডিটি। বয়স ১০০ ছুঁইছুঁই। সমস্ত প্রতিবন্ধকতা তুড়ি মেরে উড়িয়ে জীবনের জয় গান গাইলেন তিনি।
৩ সপ্তাহের লড়াই শেষে বৃহস্পতিবার ৯৯ বছরের বৃদ্ধার রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার মাকে নিতে এসে চিকিৎসকদের ভূমিকার প্রশংসা ছেলেদের গলায়।
করোনা জয়ীর ছেলে প্রবীর ভট্টাচার্য বলেন, ২০ দিনের বেশি ভর্তি ছিলেন, সুস্থ হয়েছেন পুরো, রিপোর্ট নেগেটিভ এসেছে কাল, এই বয়সে ওনারা যেভাবে সাহায্য করেছেন সমস্ত স্টাফ তাদের কাছে কৃতজ্ঞ।
কার্যত মৃত্যুমুখ থেকে ফিরেছেন ৯৯ বছরের আরতি ভট্টাচার্য। অসম লড়াইয়ে জিততে পেরে তৃপ্ত চিকিৎসকরাও। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু দাস বলেন, আমাদের মেডিক্যাল টিম, স্টাফদের প্রচেষ্টায় এই সাফল্য, এটা আমাদের কাছে আলাদা প্রাপ্তি।
হাসপাতালের আরেক চিকিৎসক গৌরাঙ্গ রায় বলেন, ভর্তির তিনদিন পর হার্ট অ্যাটাক হয়, কোভিড প্রোটোকল অনুসারে চিকিৎসা করা হয়, শ্বাসকষ্ট হয়, উনি এখন স্থিতিশীল।
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বাড়ছে তরুণদের মধ্যে। এই পরিস্থিতিতে অন্য নজির গড়লেন কোচবিহারের এই করোনাজয়ী।
এদিকে, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ থেকে কোচবিহারে পরীক্ষামূলকভাবে চালু হল দুয়ারে রেশন প্রকল্প। কামিনীর ঘাট এলাকায় রেশন ডিলারের মাধ্যমে ক্যাম্প করে এদিন ৬০-৭০টি পরিবারকে এদিন রেশন দেওয়া হয়।
আগেই পশ্চিম বর্ধমান ও বীরভূমে শুরু হয়েছে পাইলট প্রজেক্ট। এদিন রাজ্যের ২৮টি জায়গায় পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হল। রাজ্য খাদ্য দফতর সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে, জুন মাস থেকে পাকাপাকিভাবে এই পরিষেবা চালু হওয়ার কথা।