রানা দাস
মন্তেশ্বর: পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মিরপুর গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ দূর সম্পর্কের কাকা-কাকিমার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কাকা। কাকিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মৃতের নাম সিটু খান। বয়স ৩০। পেশায় জরির কারিগর মৃত সিটু। তাঁর স্ত্রী মর্জিনা বিবির দাবি, ‘শানু বিবির সঙ্গে আমার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওর স্বামী হাসান শেখ অনেকবার আমার স্বামীকে হুমকি দিয়েছে। কাল ওকে খুন করে দু’জনে মিলে।’
পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত শানু বিবি ও তাঁর স্বামী হাসান শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। এখনও কেউ গ্রেফতার হয়নি।
মন্তেশ্বরে কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে খুনের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2020 05:24 PM (IST)
এখনও কেউ গ্রেফতার হয়নি।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -