কৃষ্ণনগর: ‘ভাল কাজ করলে বর, খারাপ কাজ করলে চড়।’ কৃষ্ণনগরের সভা থেকে এভাবেই দলীয় নেতা-কর্মীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর লোকসভা ভোটে বিজেপির কাছে বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে পুরভোটের আগে দলকে এককাট্টা থাকার দাওয়াই দিয়েছেন তিনি।
এদিন মমতা বলেন, ‘তৃণমূল কারও নিজের সম্পত্তি নয়, সবাইকে নিয়ে চলতে হবে। নদিয়ার কয়েকটা জায়গা নিয়ে কমপ্লেন আছে। রাজীবকে বলব জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে কমপ্লেন দেখতে হবে। কোনও ব্যক্তিকে প্রশ্রয় দেব না, তৃণমূলই নেতা। অনেক কষ্ট করে রাজনীতি করি, নিজস্ব জীবন বলে কিছু নেই। আমি কারও চোখরাঙানি দেখতে রাজি নই। তৃণমূল করতে হলে সবাইকে নিয়ে করতে হবে। অভিযোগ এলে দেখতে হবে। আমার দলের কর্মীদের আমি শাসন করব না তো কে আপনি করবেন? সিপিএম-কংগ্রেস-বিজেপির কথা শুনে দলের লোককে ভুল বুঝব না।’
বিজেপির অবশ্য দাবি, কোনও বার্তাতেই কাজ হবে না। মমতা যখন সংগঠনে জোর দিচ্ছেন, তখন তা নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে সিপিএম-কংগ্রেসের গলাতেও।
গত লোকসভা ভোটে ধাক্কা খেয়েছে তৃণমূল। তারপর থেকে লাগাতার দলনেত্রীর বার্তায় কি কাজ হল? উত্তর মিলবে পুরভোটের ফলে।
ভাল কাজ করলে বর, খারাপ কাজ করলে চড়, কৃষ্ণনগরের সভায় দলীয় কর্মীদের বার্তা মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 09:30 PM (IST)
গত লোকসভা ভোটে ধাক্কা খেয়েছে তৃণমূল। তারপর থেকে লাগাতার দলনেত্রীর বার্তায় কি কাজ হল? উত্তর মিলবে পুরভোটের ফলে।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -