ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় সোমনাথ মণ্ডল নামে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি উত্তর ২৪ পরগনার খড়দার বাসিন্দা।

আজ সকাল সাড়ে ৮টা নাগাদ ডায়মন্ড হারবারের স্টেশন বাজার মোড়ে বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোর কাজ করছিলেন সোমনাথ। পাশেই ছিল হাইটেনশন তার। আচমকাই সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ ফুট উপর থেকে নীচে পড়ে যান সোমনাথ। প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই হোর্ডিং লাগানোর কাজ চলছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনা নিয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।