মত্ত অবস্থায় বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ, রানাঘাটে পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীকে মারধর যুবকের
Web Desk, ABP Ananda | 18 Sep 2017 11:08 AM (IST)
রানাঘাট: রাজ্যে ফের আক্রান্ত এক প্রতিবাদী। এবার ঘটনাস্থল নদিয়ার রানাঘাট। মত্ত হয়ে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় আক্রান্ত দুই ব্যক্তি। মত্ত অবস্থায় বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় তাঁদের মারধর করে এক যুবক। সে আবার নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দেয়। পুলিশে অভিযোগ দায়ের হলেও, এখনও অধরা অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটে রানাঘাট স্টেশন রোড অঞ্চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ে ঠাসা রাস্তায় প্রচণ্ড গতিতে বাইক চালানোর প্রতিবাদ করেন দুই ব্যবসায়ী। এরপরেই তাঁদের মারধর করে অভিযুক্ত যুবক। এলাকার বাসিন্দাদের কাছে সে নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দেয় বলেও অভিযোগ। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়।