জলপাইগুড়িতে যুবকের সর্বস্ব লুঠের পর মেরে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2017 11:39 AM (IST)
জলপাইগুড়ি: চলন্ত ট্রেনে এক যুবকের থেকে সর্বস্ব লুঠের পাশাপাশি মারধর করে ফেলে দেওয়ার অভিযোগ। জলপাইগুড়ির ধূপগুড়ি থানা এলাকার উত্তর আলতা গ্রামের ঘটনা। আক্রান্ত যুবক হরিয়ানার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অসমের শ্বশুরবাড়ি থেকে হরিয়ানা ফেরার জন্য গতকাল অবোধ অসম এক্সপ্রেসে উঠেছিলেন তিনি। সেখানে ৪-৫ জন দুষ্কৃতী তাঁর থেকে সর্বস্ব লুঠ করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ। সকালে আক্রন্ত যুবককে স্থানীয়রা রেললাইনের ধারে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। আহত যুবককে প্রথমে ধূপগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তিনি ভাল করে কথা বলতে পারছেন না। তাঁর ডান হাত ভেঙে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।