সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। পছন্দমতো চাকরি না পাওয়ায় অবসাদে আত্মঘাতী বলে দাবি পরিবারের। মৃতের নাম অতনু মিস্ত্রি। বয়স ৩০ বছর।
সোনারপুরের নতুনপল্লীর বাসিন্দা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা ওই যুবক গতকাল চাকরির জন্য একটি সংস্থায় ইন্টারভিউ দিতে গিয়েছিল। পরিবারের দবি, সেখানে তাঁকে হাউস কিপিং-এর কাজের জন্য বলা হয়। পরে বাড়ি ফিরে এসে মা-কে বিষয়টি জানান তিনি। রাতে নিজের ঘরে টিভি চালিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
ইংরেজিতে স্নাতকোত্তর পাস ছাত্রকে হাউস কিপিংয়ের চাকরির প্রস্তাব, অবসাদে আত্মঘাতী যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2017 09:52 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -