নয়াদিল্লি: জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে আধার অত্যাবশ্যক করার বিরুদ্ধে রাজ্য সরকারের পিটিশন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল। শীর্ষ আদালত প্রশ্ন করেছে, সংসদে পাস হওয়া একটি আইন কী করে কোনও রাজ্য চ্যালেঞ্জ করে? এরপর তো বিধানসভায় পাশ আইন কেন্দ্রও চ্যালেঞ্জ করতে পারে বলে মন্তব্য করেছে তারা।
বিচারপতি এ কে সিকরি ও অশোক ভূষণের বেঞ্চ মন্তব্য করেছে, আধার আরও পরীক্ষানিরীক্ষার দাবি রাখে তা ঠিক। কিন্তু যুক্তরাষ্ট্রে কীভাবে কোনও রাজ্য সরকার সংসদে পাশ হওয়া আইনকে চ্যালেঞ্জ করে। এই আবেদন মেনে নেওয়া সম্ভব নয়।
রাজ্যের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত। তাদের কথায়, ব্যক্তি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনও সমস্যা হয়, তাহলে একজন নাগরিক হিসেবে তিনি মামলা দায়ের করতে পারেন।
বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল রাজ্যের হয়ে বলেন, পড়ুয়াদের ভর্তুকি পেতে সমস্যা হচ্ছে বলে তাঁরা আধারকে চ্যালেঞ্জ করেছেন। কারণ এই আইন বলছে, আধার ছাড়া জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধে পাওয়া যাবে না।
এ ক্ষেত্রে আবেদন সংশোধন করতে রাজ্যকে ৪ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সিব্বল জানিয়ে দিয়েছেন, আবেদন সংশোধন করবেন তাঁরা, আধার আইন চ্যালেঞ্জ করা হবে না বলেও জানিয়েছেন।
আধার মামলা: সংসদে পাশ হওয়া আইন কী করে চ্যালেঞ্জ করে রাজ্য? তৃণমূল সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2017 12:12 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -