প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন করেছে সিবিআই।
সূত্রের খবর, মূলতঃ ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে অভিষেক-পত্নীর কাছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত কপি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয়েছে ৮ পাতার প্রশ্ন তালিকা। সিবিআইয়ের ৮ সদস্যের তদন্তকারী দলের নেতৃত্বে থাকছেন এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিৎ দাস।
থাকছেন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার। এছাড়াও, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য এই দলে থাকছেন ডিএসপি পদমর্যাদার দুই মহিলা অফিসার। খবর সিবিআই সূত্রে।
কয়লাকাণ্ডের তদন্তে আজ সিবিআইকে সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা।
রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছিল সিবিআই। সোমবার সকালে অভিষেকের স্ত্রীর উত্তর পৌঁছয় সিবিআইয়ের অফিসে। যেখানে যুব তৃণমূল সভাপতির স্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার গোয়েন্দারা তাঁর বাড়িতে আসতে পারেন।
রুজিরা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, আমাকে কী কারণে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বা তদন্তের উদ্দেশ্য কী, তা আমি জানি না। তবে ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে আপনারা সুবিধা মতো আমার বাড়িতে আসতে পারেন।
সিবিআই সূত্রে দাবি, আজ সকাল এগারোটা নাগাদই রুজিরার বাড়িতে যাবে তারা।
তবে সিবিআই অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার আগেই তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এনিয়ে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেন, আমি বলেছিলাম তাইল্যান্ডে অ্যাকাউন্টে টাকা রাখা হয়েছে। এরপর স্লিপ নিয়ে প্রচার করব।
ভোটের মুখে সিবিআই-এর তৎপরতাকে নিছকই প্রতিহিংসার রাজনীতি বলে মনে করছে তৃণমূল। এরইসঙ্গে শুভেন্দু অধিকারীকে কটাক্ষও ছুঁড়ে দিয়েছে তারা। সাংসদ সৌগত রায় বলেন, ওর নেতা অমিত শাহ জেলে ছিলেন। সেই রাগেই তো সবাইকে জেলে ঢোকানোর চেষ্টা করছেন।। এসব নিয়ে না বলাই ভালো।
পাল্টা বামেদের দাবি, ভোটের মুখে পুরোটাই লোকদেখানো খেলা।