কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন শেষ। এবার ভোটগ্রহণ। তারপর ফল ঘোষণা। এই প্রেক্ষাপটে কী ভাবছে গ্রাম বাংলার ভোটাররা? মন বোঝার চেষ্টা করেছি আমরা। ৫ থেকে ৯ এপ্রিলের মধ্যে এবিপি আনন্দ-সি ভোটারের প্রথম দফার জনমত সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা অনুযায়ী, জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে ৫৩২টি আসন পেতে পারত তৃণমূল। দ্বিতীয় দফার সমীক্ষায় অবশ্য ইঙ্গিত ৬টি বাড়িয়ে শাসক দলের আসন সংখ্যা পৌঁছতে পারে ৫৩৮-এ। প্রথম দফার সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল, তৃণমূল জেলা পরিষদে ৩৫% ভোট পেতে পারে। দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী তাদের ভোট এক শতাংশ কমতে পারে। দ্বিতীয় দফার সমীক্ষা করা হয়েছে ১০ থেকে ২৪ এপ্রিলের মধ্যে। প্রথম দফায় সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৪৪টি আসন। দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী, এক ধাক্কায় সেই আসন ২৩টি বেড়ে হতে পারে ১৬৭। আগের সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল, জেলা পরিষদে বিজেপির ঝুলিতে যেতে পারে ২৪% ভোট। এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষার দ্বিতীয় দফায় দেখা যাচ্ছে, বিজেপির প্রাপ্ত ভোট ২৬ শতাংশে পৌঁছতে পারে।
এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা: পঞ্চায়েত ভোটে তৃণমূল দখল করতে পারে ৫৩৮ জেলা পরিষদ, বিজেপি পেতে পারে ১৬৭টি
Web Desk, ABP Ananda | 25 Apr 2018 08:25 PM (IST)