কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন শেষ। এবার ভোটগ্রহণ। তারপর ফল ঘোষণা। এই প্রেক্ষাপটে কী ভাবছে গ্রাম বাংলার ভোটাররা? মন বোঝার চেষ্টা করেছি আমরা। ৫ থেকে ৯ এপ্রিলের মধ্যে এবিপি আনন্দ-সি ভোটারের প্রথম দফার জনমত সমীক্ষা করা হয়।
সেই সমীক্ষা অনুযায়ী, জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে ৫৩২টি আসন পেতে পারত তৃণমূল। দ্বিতীয় দফার সমীক্ষায় অবশ্য ইঙ্গিত ৬টি বাড়িয়ে শাসক দলের আসন সংখ্যা পৌঁছতে পারে ৫৩৮-এ। প্রথম দফার সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল, তৃণমূল জেলা পরিষদে ৩৫% ভোট পেতে পারে। দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী তাদের ভোট এক শতাংশ কমতে পারে। দ্বিতীয় দফার সমীক্ষা করা হয়েছে ১০ থেকে ২৪ এপ্রিলের মধ্যে।
প্রথম দফায় সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৪৪টি আসন। দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী, এক ধাক্কায় সেই আসন ২৩টি বেড়ে হতে পারে ১৬৭। আগের সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল, জেলা পরিষদে বিজেপির ঝুলিতে যেতে পারে ২৪% ভোট। এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষার দ্বিতীয় দফায় দেখা যাচ্ছে, বিজেপির প্রাপ্ত ভোট ২৬ শতাংশে পৌঁছতে পারে।



সমীক্ষার তুলমূল্য বিচারে শক্তিক্ষয়ের ইঙ্গিত বামেদের। প্রথম সমীক্ষায় উঠে এসেছিল, জেলা পরিষদে ৯০টি আসন পেতে পারে বামেরা। দ্বিতীয় দফার সমীক্ষায় সেটাই নেমে আসতে পারে ৭৩-এ। সমীক্ষার তুলনামূলক বিচারে ১৪ থেকে বামেদের ভোট শতাংশ কমে হতে পারে ১৩।
এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষায় যা উঠে এসেছে তাতে কংগ্রেস শিবিরেরও চিন্তা বাড়াতে পারে। প্রথম সমীক্ষায় উঠে আসে, জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪৯টি। দ্বিতীয় সমীক্ষায় সেটাই কমে হয়েছে ৪৩। অর্থাত, কংগ্রেসের ছটি আসন কমার ইঙ্গিত। প্রথম সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গিয়েছিল, জেলা পরিষদে কংগ্রেসের প্রাপ্ত ভোট হতে পারে ৮%। এটাই এক শতাংশ কমতে পারে বলে উঠে এসেছে দ্বিতীয় সমীক্ষায়।
সমীক্ষার তুলনামুলক বিচারে অন্যান্যরও ভোটও কমার ইঙ্গিত। প্রথম সমীক্ষায় আমরা দেখিয়েছিলেন জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে অন্যান্য পেতে পারে ১০টি আসন। কিন্তু দ্বিতীয় সমীক্ষায় তা ৬টি কমার ইঙ্গিত মিলছে। প্রথম দফায় অন্যান্যর ভোট ছিল ২০ শতাংশ। যাঁরা কিছু বলতে চাননি তাদেরও এর অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এবার দু’টিকে আলাদা করে ভাগ করা হয়েছে। দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী ৪ শতাংশর ভোট যেতে পারে অন্যান্যর ঝুলিতে। কিছু বলতে চায়নি ১৬%। তবে এসবই পূর্বাভাস মাত্র। আসলে কোন দল কত ভোট পেল তা জানা যাবে পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর।