কলকাতা: বুধবারও পরিস্কার হল না, পঞ্চায়েত ভোট কবে হবে, কিংবা ক’দফায় হবে।
মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন পঞ্চায়েত দফতরের ওএসডি সৌরভ দাস। কিন্তু, কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আর বুধবার ফের কমিশনের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও, শেষপর্যন্ত তা হয়ইনি! ফলে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট জানা যায়নি এদিনও!
তবে কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরের পর রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের দাবি, মঙ্গলবার ভোটের নির্ঘণ্ট নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মতানৈক্য তৈরি হয়।
সূত্রের দাবি, রাজ্য সরকার চায়, রমজানের আগে ভোট শেষ করতে। সেক্ষেত্রে একদফায় ভোট করতেও তাদের আপত্তি নেই। আর কমিশন চায় তিন দফায় ভোট করতে। না হলে অন্তত দু’দফায়।
নবান্নের কাছে কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, পঞ্চায়েত ভোট যদি এক দফায় করানো হয়, তাহলে কত পুলিশ বাহিনী দিতে পারবে রাজ্য সরকার? সূত্রের খবর, বুধবার কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী, ৪৬ হাজার সশস্ত্র পুলিশ এবং ১২ হাজার লাঠিধারী, মোট ৫৮ হাজার পুলিশ দেওয়া যেতে পারে ভোটের দিন।
কিন্তু, কমিশন সূত্রের খবর, যেখানে রাজ্যে মোট বুথের সংখ্যাই ৫৮ হাজার ৪৬৭, সেখানে ৫৮ হাজার পুলিশ দিয়ে কীভাবে রমজানের আগে একদফায় ভোট করানো সম্ভব?
ওয়কিবহাল মহলের মতে, এরফলে তো প্রত্যেক বুথে পর্যাপ্ত নিরাপত্তাই তো মিলবে না! অন্যদিকে, এদিন রমজানের আগে ভোট প্রক্রিয়া মিটিয়ে ফেলতে কমিশনের কাছে গিয়ে দাবি জানায় একাধিক সংখ্যালঘু সংগঠন।
নবান্ন এবং বাম উভয়েই চাইছে রমজান মাসের কথা মাথায় রেখে ভোটের নির্ঘণ্ট স্থির করা হোক। সবমিলিয়ে পঞ্চায়েত নির্ঘণ্ট নিয়ে ধন্দ কাটল না এখনও!