কলকাতা: ২০১৯-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপির বিশাল সাফল্য!তারপর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক।

এসব দেখে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে, তা হল আগামী পাঁচ বছর কোন দল বাংলা শাসন করবে? কী মনে করছে মানুষ? দেশজুড়ে ১২ সপ্তাহ ধরে ৩০ হাজারেরও বেশি মানুষের মতামত নিয়ে,  সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে, ৪১ শতাংশ মানুষ মনে করছে ক্ষমতায় আসবে বিজেপি।৩৩ শতাংশ মানুষের দাবি, বাংলার মসনদ ধরে রাখবে তৃণমূলই।৭ শতাংশ মানুষ মনে করছেন, ক্ষমতায় আসতে পারে বাম-কংগ্রেস জোট।কোনও মতামত দিতে চাননি ১৯ শতাংশ মানুষ।

যে দলই বাংলা দখল করুক না কেন, বর্তমান পরিস্থিতিতে আরও একটা প্রশ্ন জোরাল হয়ে উঠেছে, তা হল বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন কে?

গেরুয়া শিবির এখনও ঘোষণা না করলেও, কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে লড়লে বিজেপির সাফল্যের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে? সি ভোটারের জনমত সমীক্ষায় উঠে এসেছে, ৩৪ শতাংশ মানুষ মনে করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। দিলীপ ঘোষের পক্ষে মত দিয়েছেন ১৫ শতাংশ মানুষ। ১২ শতাংশ মানুষ মনে করছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি থাকবে।

আর ৩৯ শতাংশ মানুষ মনে করছেন, এদের কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে বিজেপির বাংলা দখলের স্বপ্ন অধরা থাকবে।

শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতাকে দলে টানতে পেরে রীতিমতো উজ্জিবিত বিজেপি। এমনকী মুখ্যমন্ত্রীর পাল্টা কর্মসূচি হিসেবে অনেক জায়গাতেই প্রাক্তন পরিবহনমন্ত্রীকে ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির।

কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ায় কি আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল বড়সড় ধাক্কা খাবে? সি ভোটারের জনমত সমীক্ষায় উঠে এসেছে, ৪৬ শতাংশ মানুষ মনে করছেন ‘হ্যাঁ’। ‘না’ বলছেন ৩৫ শতাংশ মানুষ। কিছু বলতে চাননি ১৯ শতাংশ মানুষ।

প্রথমে একা গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, পরেরই দিল্লিতে একমঞ্চে অমিত শাহর সঙ্গে দেখা গিয়েছিল বিসিসিআই প্রেসিডেন্টকে।

যার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি কোনওভাবে রাজনীতিতে আনতে চাইছে বিজেপি? আর ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি হন, তাহলে কি বিজেপির বাড়তি সুবিধা হবে? সি ভোটারের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, এর উত্তরে ৪৮ শতাংশ মানুষ বলছেন ‘হ্যাঁ’। ‘না’ বলছেন ৩৩ শতাংশ মানুষ। কিছু বলতে চাননি ১৯ শতাংশ মানুষ।

শুভেন্দু হোক বা অন্য কেউ...বিধানসভা ভোটে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ে নামলে কি বিজেপির বাড়তি সুবিধা হবে? সি ভোটারের জনমত সমীক্ষায়,

৩৭ শতাংশ মানুষ মনে করছেন ‘হ্যাঁ’।‘না’ বলছেন ৩৬ শতাংশ মানুষ। কিছু বলতে চাননি ২৭ শতাংশ মানুষ।