কলকাতা ও মালদা: বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকে পড়তে পারে জামাত-জঙ্গিরা। বাংলাদেশ পুলিশের সতর্কবার্তা বিএসএফ-কে। মালদার বৈষ্ণবনগরে, সীমান্ত এলাকায় জারি রেড অ্যালার্ট। মুর্শিদাবাদেও সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি।
কয়েক দিন আগেই কলকাতায় পুলিশের জালে ধরা পড়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের একাধিক সদস্য। আর এবার বাংলাদেশের আরেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গিরা সীমান্ত পেরিয়ে যে কোনও সময়ে ভারতে ঢুকে পড়তে পারে বলে ওপার থেকে সতর্কবার্তা। এরপরই মালদার বৈষ্ণবনগরে, গঙ্গা সংলগ্ন সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে বিএসএফ।
বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের নবাবগঞ্জে আলকুনি এলাকায় জামাত জঙ্গিরা জড়ো হয়েছে বলে গোপন সূত্রে জানতে পারে বাংলাদেশের পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। মঙ্গলবার সন্ধেয় তারা হানা দিলে শুরু হয় গুলির লড়াই। মৃত্যু হয় একাধিক জঙ্গির। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র।
বেশ কয়েকজন জামাত জঙ্গি পালায়। সূত্রের খবর, বাংলাদেশের পুলিশের তরফে বিএসএফকে সতর্কবার্তা পাঠিয়ে জানানো হয়, জামাত জঙ্গিরা পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে ব্যবহার করতে পারে নদীপথ।
সূত্রে খবর, এরপরই, মালদার বৈষ্ণবনগরে, গঙ্গা সংলগ্ন সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করে বিএসএফ। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে একাধিকবার উঠে এসেছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের যোগের কথা। সেই জামাত জঙ্গিরা কি ওপার থেকে পালিয়ে এপারে ঢোকার চেষ্টা করছে? সতর্ক বিএসএফ।
মুর্শিদাবাদের জঙ্গিপুর, সূতি, লালগোলার সীমান্তবর্তী এলাকাগুলিতেও নজরদারি বাড়িয়েছে তারা। মুর্শিদাবাদের ফরক্কা ব্যারেজ ও সংলগ্ন এলাকায় নজরদারিতে জোর দিয়েছে সিআইএসএফ-ও। গাড়িতে চালানো হচ্ছে তল্লাশি। জলপথেও বাড়ানো হয়েছে নজরদারি।