বনগাঁ ও রঘুনাথগঞ্জ: রাজ্যের দুই প্রান্তে দুর্ঘটনা ও গণপিটুনি। গণপিটুনির ঘটনায় মৃত্যু হল দু’জনের। দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন দু’জন।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া বাইকের ধাক্কা। খুঁটি উল্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনার পর গণপিটুনিতে বাইকে থাকা প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
গতকাল রাতে রাজনগর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে তা উল্টে পড়ে। ওই খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিরণ রবিদাস নামে এক পথচারীর মৃত্যু হয়। এর পরই গ্রামবাসীদের বিরুদ্ধে ৩ জন বাইক আরোহীকে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে। গণপিটুনিতে বাপন মণ্ডল নামে এক ছাত্রের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, বনগাঁর পাইকপাড়ায় একটি বেপরোয়া পণ্যবাহী গাড়ি প্রথমে একটি টোটোয় ধাক্কা মারে। জখম হন টোটোয় থাকা দুই যাত্রী। এই দুর্ঘটনার পর পালানোর সময় পাটশিমুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি ধাক্কা মারে একটি বাইকে। এরপরেই স্থানীয় বাসিন্দারা পণ্যবাহী গাড়িটির চালককে ধরে ফেলে গণপিটুনি দেন বলে অভিযোগ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম জগন্নাথ হালদার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজ্যের দুই প্রান্তে দুর্ঘটনা ও গণপিটুনি, মৃত ৩
Web Desk, ABP Ananda
Updated at:
16 Oct 2017 01:17 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -