চাকদায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত ২, আহত ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2016 08:51 AM (IST)
চাকদা: নদিয়ার চাকদায় ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ। মৃত ২। আহত ৪। বাঁকুড়ার সারেঙ্গা থানার আইসি অরুণাভ দাসের পরিবারের সদস্যদের নিয়ে গতকাল রাতে বহরমপুর থেকে ফিরছিল গাড়িটি। চাকদার গৌরপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা ১০ চাকার একটি লরি গাড়িটিকে এবং একটি মোটরবাইককে ধাক্কা মারে। নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িচালকের। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় আইসি-র ভাই অঞ্জনাভ দাসকে। আহত ৪ জনকে প্রথমে চাকদা হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। আইসি-র স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। লরিচালক পলাতক।