মেদিনীপুর: মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় প্যান্ডেল ভাঙার জের। সকালে ঘটনাস্থল ঘুরে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও এসপিজির প্রতিনিধিদল। গতকালই দিল্লি থেকে আসেন প্রধানমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব আরতি ভাটনগর ও এসপিজি-র দুই আধিকারিক।

মেদিনীপুর সার্কিট হাউসে প্রায় ৭ ঘণ্টা ধরে জেলাশাসক ও পশ্চিম মেদিনীপুরের এসপি-র সঙ্গে বৈঠক করেন তাঁরা। এদিকে, প্রধানমন্ত্রীর সভাস্থলে প্যান্ডেল ভাঙার ঘটনায় আয়োজক, ঠিকাদার ও ডেকরেটর্সের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু প্রধানমন্ত্রীর সভায় কেন ঘটল দুর্ঘটনা? বিশেষজ্ঞরা বলছেন, ছাউনির নির্মাণ থেকে সভাস্থলের নিরাপত্তা দুই বিষয়ে ছিল ত্রুটি ও গাফিলতি।