কোচবিহারে খালে পড়ল গাড়ি, মৃত শিশু সহ ৭
ABP Ananda, Web Desk | 12 May 2018 10:24 AM (IST)
কোচবিহার: কোচবিহারের তুফানগঞ্জ থানার টুপামারিতে গাড়ি দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হল। ১টি শিশুও রয়েছে মৃতদের মধ্যে। জানা গেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দিনহাটার ভ্যাটাগুড়ি থেকে গাড়িতে করে তুফানগঞ্জের বক্সীর হাটে বিয়েবাড়িতে গিয়েছিলেন ৭ জনের দলটি। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ৭ আরোহী। গাড়ির স্টিয়ারিং লক হয়ে যাওয়ার ফলেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।