ভাঙড়:উত্তপ্ত ভাঙড়ে পাল্টা হামলা। মাছিভাঙায় আরাবুল ঘনিষ্ঠ আলাউদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ। অভিযুক্ত জমি রক্ষা কমিটি। পুলিশকে এলাকায় ঢুকতে বাধা।
এদিকে, ভাঙড়ে নির্দল সমর্থক খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির পিছন থেকে প্রচুর বোমা উদ্ধার। মাটির নিচে ৩ ফুট গভীর গর্ত থেকে উদ্ধার হয় বোমাগুলি। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের দিন এলাকায় অশান্তি সৃষ্টির জন্য এগুলি ব্যবহার করা হত। সে কারণেই মজুত করা হয়। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

গতকাল থেকেই অগ্নিগর্ভ ভাঙড়। পঞ্চায়েত ভোটের আগে নির্দল সমর্থক খুনের জেরে নতুন হাট, গাজিপুর, বকডোবা সহ হাড়োয়া রোডের একাধিক জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে। ভাঙচুর চলেছে এলাকার একাধিক দোকানে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বাইক।

নির্দল সমর্থক হাফিজুল মোল্লাকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর এক সহযোগীকে। অভিযোগ, গতকাল নির্দল প্রার্থীর প্রচার মিছিলে হামলার সময় ঘটনাস্থলে ছিলেন আরাবুল, তাঁর ছেলে হাকিমুল ও ভাই খুদে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আরাবুলের নির্দেশেই খুদে মিছিলের ওপর গুলি চালান।

গতকাল রাতেই ভাঙড়ে যান সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। এই ঘটনায় পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে  রাজ্য নির্বাচন কমিশন। খুনের প্রতিবাদে আজ দুপুরে মৌলালি মোড় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে ভাঙড় আন্দোলন সংহতি কমিটি।