বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, জলপাইগুড়িতে মৃত ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2017 08:34 AM (IST)
জলপাইগুড়ি: আজ ভোরে জলপাইগুড়ির তোরলপাড়া এলাকায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে ডাম্পারের সঙ্গে সংঘর্ষে ৬ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে ২ জন শিশু রয়েছে। কোচবিহারের হলদিবাড়ি থেকে ওই গাড়িতে বরযাত্রীরা ময়নাগুড়ির রাজারহাটে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে। চালক নেশাগ্রস্ত ছিলেন বলেও দাবি করেছে তারা। দুর্ঘটনায় জখম হয়েছেন ৪ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ডাম্পারের চালক পলাতক।