মালদা: থানায় ধর্ষণের অভিযোগ দায়েরের জের। বধূকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ। মালদায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বছর পঁচিশের গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ঘটনার সূত্রপাত ২১ তারিখ। সেদিন রাতে বাড়িতে একাই ছিলেন হবিবপুর থানা এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। হঠাৎই বাড়িতে চড়াও হন প্রতিবেশী শঙ্কর রায়। বধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর থানায় অভিযোগ দায়ের করেন বধূ। কিন্তু তাতেও শিক্ষা হয়নি প্রতিবেশীর। অভিযোগ, শনিবার ফের বাড়িতে ঢুকে বধূর গায়ে কেরোসিন ঢেলে, আগুন লাগিয়ে দেন প্রতিবেশী শঙ্কর রায়। বধূর অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও ঘটনার পর পলাতক অভিযুক্ত প্রতিবেশী।