জলপাইগুড়ি: গরু পাচারকারী সন্দেহে ফের গণপিটুনি! ধূপগুড়িতে ২ ব্যক্তিকে পিটিয়ে খুন! পালিয়ে প্রাণরক্ষা আরও একজনের! রবিবার সকালে এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির ধূপগুড়ির বারহেলিয়া গ্রাম।
পুলিশ সূত্রে খবর, ভোরে গ্রামে গাড়ি ঢুকতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তাঁরা গাড়িটিকে আটকান। উদ্ধার হয় বেশ কয়েকটি গরু। এরপরই আনোয়ার হোসেন ও হাফিজুল শেখ নামে ২ জনকে ধরে গণপিটুনি দেন গ্রামবাসীরা। পালিয়ে যান নজরুল ইসলাম নামে তাঁদের এক সঙ্গী।
ধূপগুড়ির বারোহেলিয়া পঞ্চায়েতের এক সদস্য জানান, এলাকা থেকে প্রচুর গরু চুরি হচ্ছে। থানায় বহুবার জানানো হয়েছে। রাত পাহারাও চলছিল। গ্রামবাসীরাও থাকতেন। কাল গরু চুরি করতে এসেছিল। গ্রামবাসীরা ধরে ফেলে। ৩ জন ছিল।
ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে আনোয়ার ও হাফিজুলকে হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের সন্দেহ, মৃতরা গরু পাচারচক্রের সঙ্গে যুক্ত। পরে ধূপগুড়ি থেকেই মৃতদের ১ সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।
জলপাইগুড়িতে গরু পাচারকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2017 11:19 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -