মুর্শিদাবাদ: কিশোরীর ওপর অ্যাসিড হামলায় অভিযুক্ত ২জনকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বহরমপুর আদালত।
সূত্রের খবর,বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছর ১৮ অগাস্ট মুর্শিদাবাদের নওদার বছর সতেরোর কিশোরীর দিকে অ্যাসিড ছুড়ে দেয় ডোমকলের বাসিন্দা বছর বাইশের রাকেশ মণ্ডল।গুরুতর জখম অবস্থায়, কিশোরীকে প্রথমে মুর্শিদাবাদ মেজিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখান থেকে আনা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অভিযুক্ত যুবক, রাকেশ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। নওদার যে দোকান থেকে সে অ্যাসিড কিনেছিল, সেই দোকানের মালিক, বছর চল্লিশের চন্দন পালকেও গ্রেফতার করা হয়। এই দু’জনকেই বুধবার দোষী সাব্যস্ত করে বহরমপুর আদালত। এ দিন সাজা ঘোষণা। দুজনেরই ১০ বছরের কারাদণ্ড।
অ্যাসিড হামলায় আক্রান্ত কিশোরীকে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
অ্যাসিড হামলায় যুবক, দোকান মালিকের ১০ বছরের কারাদণ্ড, আক্রান্ত তরুণীকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2017 08:19 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -