# সবং উপনির্বাচনে সমস্ত বুথে ব্যবহার করা হচ্ছে ভিভিপ্যাট। ১৩৪ নম্বর বুথে ভোটারদের ভিভিপ্যাটের ব্যবহার বুঝিয়ে দেন প্রিসাইডিং অফিসার। ভোটে ভিভিপ্যাট ব্যবহার হওয়ায় খুশি ভোটাররা।

# সবং উপনির্বাচনে তৃণমূলে বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ১৮৩ নম্বর বুথ থেকে ১০০ মিটার দূরে শাসকদলের ক্যাম্প অফিস থেকে ভোটারদের মুড়ি এবং ছোলা দেওয়া হয়। সেই ছবি ধরা পড়ে এবিপি আনন্দের ক্যামেরায়। তৃণমূলের দাবি, শুধুমাত্র কর্মীদেরই খাবার দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলকে ভোট দেওয়ার জন্য ভোটারদের শাসকদলের ক্যাম্প অফিস থেকে মুড়ি-ছোলা দেওয়া হচ্ছে বলে পাল্টা দাবি এলাকাবাসীদের।

# সবং উপনির্বাচনে বাদলপুর নিম্ন বুনিয়ানি প্রাথমিক বিদ্যালয়ের ২২৬/২৪ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় বন্ধ ভোটগ্রহণ। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ইভিএমে সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেন প্রিসাইডিং অফিসার। কিছুক্ষণের মধ্যেই সেক্টর অফিস থেকে ইভিএম মেরামতির জন্য লোক পাঠানো হয়। ইভিএম খারাপ হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন মাক্রো অবজারভারও।

# সবং উপনির্বাচনে ভোট দিয়েই শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা পিংলার পটুয়াপাড়ার পটশিল্পীরা। সকালে ভোট শুরু সঙ্গে সঙ্গে নয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৩৪ নম্বর বুথে ভোট দিতে আসেন পটুয়া পাড়ার পট শিল্পীরা। তাঁদের বক্তব্য, পৌষমেলা উপলক্ষ্যে গতকালই শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল। ভোট থাকায় গতকাল পিংলাতেই থেকে গিয়েছিলেন তাঁরা। আজ ভোটদানের পর রওনা হচ্ছেন মেলার উদ্দেশে।

# উপনির্বাচন ঘিরে সরগরম সবং। তেড়ুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে বুথে বসেন তিনি।

# এছাড়াও বিরোধীদের অভিযোগ, শাসকদলের তরফে বিভিন্ন এলাকায় ভোটারদের বুথে আসতে বাধা দেওয়া হচ্ছে। ফলে ভোটগ্রহণ হচ্ছে খুব কম।

# বামেদের অভিযোগ, গতকাল রাতে ৩০২ এবং ৩০৩ নম্বর ওয়ার্ডে বাইকে করে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর করে। এলাকাবাসীরা তাড়া করলে একটি বাইক ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সবং:  আজ সবং-এ উপনির্বাচন। ৩০৬টি বুথে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২০ হাজার। এখানে এবার লড়াই চতুর্মুখী।

মানস ভুঁইয়ার স্ত্রী গীতারানি ভুঁইয়াকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেসের টিকিটে লড়ছেন চিরঞ্জীব ভৌমিক। বিজেপি প্রার্থী করেছে সিপিএম ছেড়ে গেরুয়া শিবিরে আসা অন্তরা ভট্টাচার্যকে। আর সিপিএমের প্রার্থী হয়েছেন রীতা মণ্ডল জানা।

২০১৬ সালে কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে নির্বাচিত হন মানস ভুঁইয়া। পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ায় মানস ভুঁইয়াকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। যার জেরে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ২৪ ডিসেম্বর উপনির্বাচনের ফল ঘোষণা।