নদিয়া: ফের অ্যাসিড হামলা। নদিয়ার চাকদায় আক্রান্ত এক গৃহবধূ। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ দরজায় কড়া নাড়ার শব্দ পান ওই গৃহবধূ। তাঁর দাবি, দরজা খুলতেই অ্যাসিড ছুড়ে মারে স্বপন সরকার নামে এক ব্যক্তি।

মহিলার চিত্কারে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর আহত অবস্থা তাঁকে প্রথমে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে।

কিন্তু, কেন এই হামলা? কর্মসূত্রে মহিলার স্বামী বাইরে থাকেন। চাকদার গোরাচাঁদতলার বাড়িতে তিন বছরের ছেলেকে নিয়ে একাই থাকেন ওই গৃহবধূ।

তাঁর অভিযোগ, সেই সুযোগে স্বপন সরকার নামে স্থানীয় এক ব্যক্তি বিবাহ-বর্হিভূত সম্পর্ক তৈরির জন্য চাপ দিচ্ছিল। রাজি না হওয়াতেই এই হামলা। আক্রান্ত গৃহবধূ জানিয়েছেন, তাঁকে দীর্ঘদিন ধরেই সম্পর্ক তৈরি করতে চাপ দিচ্ছিল স্বপন।

স্বপন সরকারের বিরুদ্ধে চাকদা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা।  অভিযুক্ত পলাতক।

চাকদার এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে পশ্চিম মেদিনীপুরের খুকুড়দার ঘটনা।

গত ১৪ জুন বিকেলে সেখানে অ্যাসিড হামলার শিকার হন এক কলেজ ছাত্রী।  অভিযোগে আঙুল ওঠে প্রাক্তন প্রেমিকের দিকে।

এবার অ্যাসিড আক্রান্ত চাকদার এক গৃহবধূ।