বিবাহ বহির্ভূত সম্পর্ক ভাঙার জের? গৃহবধূর ওপর অ্যাসিড হামলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2017 08:31 PM (IST)
উত্তর ২৪ পরগনা: ফের মহিলার ওপর অ্যাসিড হামলা! বিবাহ বহির্ভূত সম্পর্ক ভাঙার জের? ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হাবড়ায়। পরিবারের দাবি, রবিবার রাতে বাড়ির বাইরে শৌচকাজে গিয়েছিলেন গৃহবধূ। অভিযোগ, সেসময় মহিলার ওপর চড়াও হন রামু দাস নামে স্থানীয় এক যুবক। বধূর নিম্নাঙ্গে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি গৃহবধূ। পুলিশ সূত্রে দাবি, প্রতিবেশী রামুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মহিলা। সম্প্রতি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন গৃহবধূ। তার জেরেই হামলা বলে অনুমান পুলিশের। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।