কলকাতা: বিচারপতির কৌশিক চন্দের এজলাস থেকে নন্দীগ্রাম-গননা মামলা সরানোর আর্জি জানানো হল। শুক্রবার মামলা সরানোর আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কৌশিক চন্দের সঙ্গে একসময় বিজেপির সঙ্গে সক্রিয় যোগাযোগ ছিল, তাই অন্য বিচারপতির কাছে নন্দীগ্রাম গণনা মামলা সরানো হোক, এই মর্মেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এজলাস বদলের আবেদন করেছেন  মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। 


দিলীপ ঘোষের সঙ্গে মামলার বিচারপতির একটি ছবি পোস্ট করে ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ট্যুইট করেছেন। লিখেছেন, 'বিচারবিভাগের প্রতি সম্মান জানিয়ে বলছি, বিচারপতি কৌশিক চন্দকে নন্দীগ্রাম মামলার শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।


একই অনুষ্ঠানে বিচারপতি কৌশিক চন্দ ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি ট্যুইট করে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। 


ট্যুইট কর মহুয়া মৈত্রর প্রতিক্রিয়া, 'বিবেক জাগ্রত হোক অথবা নিদেনপক্ষে আবরণের আড়াল থাকুক। মমতাদির নন্দীগ্রাম আবেদনের মামলা উঠেছে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। বিজেপির লিগাল সেলের সদস্য এবং বহু মামলায় বিজেপির আইনজীবী তিনি। বিচারবিভাগকে রক্ষা করুন!'


এদিকে, নন্দীগ্রাম মামলার বেঞ্চ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে কেন রাজনৈতিক মামলা পাঠানো হল তাই নিয়ে আজ আদালত চত্বরে মৌন প্রতিবাদ দেখান আইনজীবীরা। তাঁদের দাবি কৌশিক চন্দের সঙ্গে রাজনৈতিক জগতের যোগ আছে। এ দিন Save Kolkata High Court পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।


উল্লেখ্য, ঘটনাচক্রে পিছিয়ে গিয়েছে নন্দীগ্রাম মামলার শুনানি। নন্দীগ্রাম বিধানসভা আসনের ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে। আদালত সূত্রে খবর, এদিন বিচারপতি কৌশিক চন্দ বলেন, শুনানির সময় মামলাকারীদের উপস্থিত থাকতে হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান, আইনে যা বলা আছে সেই অনুযায়ী চলবেন। বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি হওয়ার কথা।