কলকাতা: রাজ্যে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী। চুক্তি স্বাক্ষর হল রাজ্য সরকারের সঙ্গে। নবান্ন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে রঙের কারখানা করবে শিল্প সংস্থাটি। আদিত্য বিড়লা গ্রুপের দাবি, এতে ৬০০ মানুষের কর্মসংস্থান হবে। দেড় থেকে ২ বছরের মধ্যে কারখানায় রং উৎপাদন হবে, এমনটাই খবর নবান্ন সূত্রে।


সম্প্রতি বাংলায় বিনিয়োগ করতে চেয়ে আগ্রহ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি লিখিত প্রস্তাবও পাঠান আদিত্য বিড়লা গোষ্ঠী। সেই চিঠির প্রেক্ষাপটেই আজ রাজ্যের প্রধান প্রশাসনিক দফতর নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকে বসেন আদিত্য বিড়লা গোষ্ঠীর কার্যনির্বাহী সভাপতি সুনীল বাজাজ, ও সিওও অজিত কুমার।


খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৮০ একর জমিতে গড়ে উঠবে রঙের কারখানা। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে সংস্থার কর্তাদের বৈঠকে সিদ্ধান্ত। মূল কারখানার পাশাপাশি গড়ে উঠবে সহ অনুসারী শিল্পও। প্রস্তাবিত কারখানাটি আগামী দেড় থেকে দু' বছরের মধ্যে চালু হবে বলে আশা করা যায়। শুধুমাত্র রঙ কারখানা থেকে ৬০০ লোকের সরাসরি কর্মসংস্থান হবে এবং পরোক্ষভাবে আরও দেড় হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হতে পারে বলে অনুমান।                                                         



উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে শাসক দলের ইস্তেহারেও প্রতিশ্রুতি থেকেছে শিল্প আনার। এই ঘোষণা তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।                          


এদিকে, ত্রিপুরার পাশাপাশি তৃণমূলের টার্গেট গোয়া। বাগডোগরা থেকেই চারদিনের জন্য গোয়া যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।ত্রিপুরার পর তৃণমূলের নজরে গোয়া। ৩ দিনের পাহাড় সফর সেরে গোয়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রশাসনিক সফর সেরে বাগডোগরায় ফিরে, সেখান থেকেই গোয়ায় উড়ে যাবেন তৃণমূলনেত্রী।গোয়ায় একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।