কলকাতা: ছ’বছরে তিনজন। অনিন্দ্য মিত্র, বিমল চট্টোপাধ্যায়ের পর এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন জয়ন্ত মিত্র। অ্যাডভোকেট জেনারেলের পাশাপাশি পদত্যাগ করতে চলেছেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মীকুমার গুপ্ত।
মঙ্গলবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন জয়ন্ত মিত্র।
কিন্তু হঠাৎ কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন অ্যাডভোকেট জেনারেল?
জয়ন্ত মিত্র জানিয়েছেন, সরকারের সমস্ত সিদ্ধান্তর সঙ্গে এক মত না হওয়ায়, এই পদের গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। সম্পর্ক যাতে তিক্ততার পর্যায়ে না যায়, তাই আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে সরকারের সঙ্গে মতপার্থক্য ছাড়াও ব্যক্তিগত কিছু সমস্যা আছে বলেও জানিয়েছেন জয়ন্ত মিত্র।
এদিন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মীকুমার গুপ্তও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছে, কাজের চাপ ও ব্যক্তিগত সমস্যার জন্য সরে দাঁড়াচ্ছেন তিনি।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জয়ন্ত মিত্র। একই দিনে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন লক্ষ্মীকুমার গুপ্ত। জয়ন্ত মিত্রের আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিমল চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য মিত্র। দু’জনেই ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে পদ থেকে সরে গিয়েছিলেন।
সরকারের সঙ্গে মতপার্থক্যে পদত্যাগ অ্যাডভোকেট জেনারেলের, সরছেন অ্যাডিশনাল এজি-ও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Feb 2017 09:16 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -