চাপড়া:  চাকদার পর চাপড়া। নদিয়ায় দুষ্কৃতীদের গুলিতে এবার খুন তৃণমূল সমর্থক। স্থানীয় তৃণমূল কর্মী ও তাঁর ভাইয়ের দিকে আঙুল তুলেছে পরিবার। অভিযুক্তরা পলাতক।

কয়েক দিন আগেই নদিয়ার চাকদায় ভরা জলসায় যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়....

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার রাত আটটা নাগাদ কাঠের ব্যবসায়ী বছর বাহান্নর কৌসর শেখ বাড়ির কাছে কাঠগোলার সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময়, দুটি বাইকে কয়েক জুন দুষ্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত কৌসর। গুলির আওয়াজ শুনে তাঁর ছেলে ও স্ত্রী বাড়ি থেকে বের হলে তাঁরাও গুলিবিদ্ধ হন।

২৮ বছরের ছেলে জিন্নত শেখকে ভর্তি করা হয় হাসপাতালে। মৃতের পরিবার অভিযোগের আঙুল তুলেছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া আমির চাঁদ ও তাঁর ভাইয়ের দিকে। তাদের দাবি, কয়েক দিন আগে এই আমির চাঁদের ভাইয়ের সঙ্গে কৌসরের বচসা হয়। পুলিশ আমির চাঁদের ভাইকে আটকও করে। সেই থেকে প্রতিহিংসার বশেই এ ভাবে খুন বলে দাবি পরিবারের।

খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কর্মী আমির চাঁদ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। বাড়িতে এখন তালা।