কালিম্পং: মোর্চা কাউন্সিলর বরুণ ভুজেলের মৃত্যুর জেরে ডম্বর চকে দোকান বাজার বন্ধ রয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে রাস্তায় নেমেছে পুলিশ। বরুণ ভুজেলের পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর উপর অত্যাচার চালানো হয়, যার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ বরুণকে ভর্তি করা হয় শিলিগুড়ির হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় আনা হয় এসএসকেএমে। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। এরপর গতকাল নতুন এক অডিও বার্তায় বিমল গুরুংও পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে পাহাড়ে আন্দোলন জোরদার করার বার্তা দেন।

যদিও অত্যাচারের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের দাবি, গ্রেফতারির পর থেকে একাধিকবার বরুণের মেডিক্যাল পরীক্ষা করা হয়। তাঁর ব্রঙ্কাইটিস ধরা পড়ে। তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হয়। কলকাতায় আনার সময় সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন।