মালদা: কুল গাছে ঢিল ছোড়াকে কেন্দ্র করে অশান্তির জেরে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৩ বছরের শিশুপুত্র এবং তার অন্তঃসত্ত্বা মাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। মালদার মানিকচক থানার উগরিটোলার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, গতকাল কুল পারার জন্য ৩ বছরের শিশুটি প্রতিবেশীর গাছে ঢিল ছুড়ছিল। ওই সময় প্রতিবেশী আখতারুল শেখ তাকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ছেলেকে বাঁচাতে গেলে ওই যুবক মায়ের উপর চড়াও হয়। বাড়িতে ঢুকে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করে বলে অভিযোগ। মা
ও শিশুটিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
কুলগাছে ঢিল মারায় ৩ বছরের শিশু ও তার অন্তঃসত্ত্বা মাকে বিবস্ত্র করে মার প্রতিবেশী যুবকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Jan 2018 09:22 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -