ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল, দেহ আটকে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2018 09:14 AM (IST)
ডোমকল: ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। ঘাতক ট্রাকে ভাঙচুর। গতকাল রাত পৌনে ১০টা নাগাদ বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের উপর ডোমকল পুরভবনের সামনে রাস্তা পাড় হওয়ার সময় বাপি মণ্ডল নামে ওই যুবককে ট্রাকটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পরই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। মৃতদেহ আটকে রাস্তা অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।