কলকাতা: মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনার জের। বাস চালানোর সময় চালকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা উত্তরবঙ্গ পরিবহণ নিগম বা এনবিএসটিসি-র। কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এসবিএসটিসি-ও।
মুর্শিদাবাদের বাস দুর্ঘটনার নেপথ্যে চালকের গাফিলতির দিকেই আঙুল তুলছেন যাত্রীরা! এই পরিস্থিতিতে নড়েচড়ে বসল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। ইতিমধ্যেই চালকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে এনবিএসটিসি জানিয়েছে, বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। সংস্থার চেয়ারম্যান মিহির গোস্বামী জানিয়েছেন, বাস চালানোর সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করলে, ৩-৪ মাসের জন্য সাসপেন্ড করা হবে।
এ বিষয়ে যাত্রীদেরও সহযোগিতা চেয়েছে এনবিএসটিসি। সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীরা যদি চালককে মোবাইল ফোনে কথা বলতে দেখেন, তাহলে স্থান, সময় এবং বাসের নম্বর দিয়ে এনবিএসটিসি-কর্তৃপক্ষকে জানান। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সব বাসে সিসিটিভি লাগানোর কথা ভাবছে এনবিএসটিসি।



দৌলতাবাদের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক আরেক সরকারি পরিবহণ সংস্থা এসবিএসটিসি-ও। তারা ঠিক করেছে, এখন থেকে আর মোবাইল ফোন নিয়ে বাসে উঠতে পারবেন না চালকরা। যদি বেনিয়ম ধরা পড়ে, সেক্ষেত্রে জরিমানা, প্রয়োজনে অভিযুক্ত বাস চালককে সাসপেন্ড করা হবে। সিসি ক্যামেরার মাধ্যমে বাসে নজরদারি চালানো হবে।
শীঘ্রই এই মর্মে নির্দেশিকা জারি করতে চলেছে এসবিএসটিসি। সংস্থার চেয়ারম্যান তমোনাশ ঘোষ জানিয়েছেন, বাস চালকদের মানসিক শান্তি দিতে, নিজের জেলায় ডিউটি দেওয়ার কথাও ভাবা হচ্ছে। মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা রুখতেও পদক্ষেপ নিচ্ছে এসবিএসটিসি। কন্ডাক্টরের কাছে ব্রেথ অ্যানালাইজার মেশিন থাকবে। প্রয়োজন মনে করলে চালককে তিনি পরীক্ষা করবেন। এই সব বিষয়ে আলোচনা করতে ১৪ ফেব্রুয়ারি জরুরি বোর্ড মিটিং ডেকেছে এসবিএসটিসি।