উলুবেড়িয়া/বালুরঘাট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির ৫০ দিন শেষ। কিন্তু এখনও দুর্ভোগ অব্যাহত। অব্যাহত টাকার জন্য লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনা। শনিবারও নোটের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হল। অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি এক মহিলা।
শনিবার সকালে উলুবেড়িয়ার হাট বাসুদেবপুর গ্রামীণ ব্যাঙ্কের শাখায় টাকা তোলার জন্য লাইনে দাঁড়ান সনৎ বাগ। বেলা এগারোটা নাগাদ হঠাত্ই মাথা ঘুরে পড়ে যান বছর ৫৫-র এই প্রৌঢ়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
১০০ দিনের কাজ করতেন সনৎ। পরিবারের দাবি, সংসার চালানোর টাকা তুলতেই গিয়েছিলেন ব্যাঙ্কে। টাকা তোলা তো দূর, ব্যাঙ্কের দোরগোড়ায় পৌঁছনোর আগেই সব শেষ।
এদিনের ঘটনা নিয়ে ফের মোদিকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মোদি বাবু, আপনি ভীষণ উদ্ধত। ১১২ জনের মৃত্যুর জন্য আপনিই দায়ী।’
উলুবেড়িয়া যখন মৃত্যু, তখন দক্ষিণ দিনাজপুরের বংশীহারির গোবিন্দপুরে টাকা তুলতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অসুস্থ এক বৃদ্ধা। মমতাজ বেওয়া নামে এই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই প্রথম নয়, প্রধানমন্ত্রীর নোট বাতিলের পর থেকে রাজ্যে এই ধরণের ঘটনা ঘটেছে একাধিক। ৩ ডিসেম্বর ব্যান্ডেলে এটিএমের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কল্লোল রায়চৌধুরীর। কিন্তু লাইনে দাঁড়ানো কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। অমানবিক সেই ঘটনার পর, গত ১৯ ডিসেম্বর কোচবিহারের দিনহাটার স্টেট ব্যাঙ্কের শাখায় লাইন দাঁড়িয়ে মৃত্যু হয় পঞ্চান্ন বছরের ধনেশ্বর বর্মনের। এবার মৃত্যু উলুবেড়িয়ায়। কবে বন্ধ হবে এই মৃত্যু মিছিল? কবে রেহাই মিলবে এই দুর্ভোগ থেকে? প্রশ্ন সাধারণ মানুষের।
রাজ্যে ফের নোটের লাইনে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Dec 2016 08:22 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -