ফের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ১
Web Desk, ABP Ananda | 08 Apr 2017 10:07 PM (IST)
কলকাতা: ফের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। বর্ধমানের গোদায় বাইক-ট্রাক সংঘর্ষে বাইকচালকের মৃত্যু। উত্তেজিত জনতা কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০টা নাগাদ। গোদার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্গাপুর থেকে কলকাতাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালক শেখ জালানের। উত্তেজিত জনতা আধঘণ্টা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে। ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয়েছে ট্রাকচালককে। এর আগে ২২ মার্চ, বর্ধমানের রথতলায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ির উপর গরম পিচ ভর্তি ট্যাঙ্কার উল্টে ২ শিশু-সহ একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়। ৭ মার্চ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যর। এরপরেও কমছে না দুর্ঘটনা।