আলিপুরদুয়ার: শুক্রবারই দেশের শীর্ষ আদালত ২০১২ সালের গণধর্ষণকাণ্ডের দোষী সাব্যস্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আলিপুরদুয়ারে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার আদালত।
২০১৩-র ২৭ ফেব্রুয়ারি আলিপুরদুয়ার মথুরা চা বাগানের বাসিন্দা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করে সেখানকার শ্রমিক অ্যালবার্ট টোপ্পো। ঘটনার পরের দিনই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
দীর্ঘ তিনবছর মামলা চলার পর আজ আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অশোককুমার পাল অ্যালবার্ট টোপ্পোকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেন।
নির্ভয়া রায়ের পর ফের এক নাবালিকাকে ধর্ষণকাণ্ডে মৃত্যুদণ্ড দিল আলিপুরদুয়ার আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 May 2017 02:29 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -