আলিপুরদুয়ার: ফের রেললাইনে ফাটল। আলিপুরদুয়ারে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস। সকাল সাড়ে ৭টা নাগাদ শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস চলে যাওয়ার পরে বিকট শব্দে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় হাসিমারা ও মাদারিহাট স্টেশনের মাঝে লাইনে প্রায় ২ ইঞ্চি ফাটল রয়েছে।
সেসময় ওই লাইনেই আসছিল নিউ জলপাইগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার। লাল কাপড় দেখিয়ে ট্রেন থামান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রেলকর্মীরা গিয়ে লাইন মেরামতির কাজ শুরু করেন। এর আগে ২৩ জানুয়ারি, কোচবিহারের ঘুঘুমারির কাছে রেললাইনে ফাটল দেখা দেয়। এক গ্রামবাসীর তত্পরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় আলিপুরদুয়ার-বামনহাট প্যাসেঞ্জার ট্রেন।
ফের রেললাইনে ফাটল, আলিপুরদুয়ারে দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2017 11:19 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -