হাওড়া, হুগলি: ফের ডেঙ্গিতে মৃত্যু। একই দিনে হাওড়া ও হুগলিতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল দু’জনের। এনিয়ে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০।


চিকিত্সকদের একাংশ থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের কর্তা সকলেই আশা করেছিলেন বৃষ্টি বাড়তে শুরু করলে কমে আসবে ডেঙ্গির প্রকোপ। কিন্তু ডেঙ্গির প্রকোপ যে এখনও কমেনি আবার তকা স্পষ্ট হল। মারণ মশার কামড়ে হাওড়া ও হুগলিতে মৃত্যু হল আরও দু’জনের।

হাওড়ার বালির নিশ্চিন্দায় মারণ মশার কামড়ে মৃত্যু হল এক যুবকের। পরিবারের দাবি, সপ্তাহ দুয়েক আগে জ্বরে আক্রান্ত হন সৌম্যজিৎ মান্না নামে বছর তিরিশের এক যুবক। ১৪ অগাস্ট থেকে আন্দুলের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার দুপুর ২টো নাগাদ মৃত্যু হয় তাঁর।

হাওডা জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই নিয়ে ডেঙ্গিতে হাওড়া জেলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ।

হাওড়ার মতোই ডেঙ্গির হানায় মৃত্যুর ঘটনা ঘটেছে হুগলির শ্রীরামপুরে। মৃত্যু হয়েছে ৭৪ বছরের এক বৃদ্ধার। দিন দুয়েক আগে জ্বর নিয়ে শ্রীরামপুরের একটি নার্সিংহোমে ভর্তি হন  পদ্মাবতী চন্দ্র। শুক্রবার রাতে মৃত্যু হয় বছর সত্তরের ওই বৃদ্ধার। এনিয়ে শ্রীরামপুরেই ডেঙ্গি আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

হাওড়া এবং হুগলিতে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০।