দার্জিলিং, কালিম্পঙ: ফের পাহাড়ে আগুন, গুলি। সকালে কালিম্পঙের সতেরো মাইলে পঞ্চায়েত অফিসে আগুন। অভিযোগ মোর্চার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার মোর্চার। এর আগে গতকাল সন্ধেয় মিরিক পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে মিছিল করছিল মোর্চা। অভিযোগ, মিছিল থেকে স্থানীয় তৃণমূল কর্মী ধনরাজ তামাঙের ওপর হামলা হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপরই মোর্চা ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।

ঘটনার পর এক মোর্চা সমর্থককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরই পুলিশের ওপর হামলা হয়।খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। শুরু হয় লাঠিচার্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেলও ফাটায় পুলিশ। মোর্চার অভিযোগ, পুলিশ গুলি চালালে, দলীয় সমর্থক আশিস তামাঙের মৃত্যু হয়। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। সংঘর্ষে ২ পুলিশকর্মী ও ৪ মোর্চা সমর্থক জখম হয়েছেন।