বীরভূমে ফের শুরু বৃষ্টি, নদীর জলস্তর বাড়ার আশঙ্কা, ভাসবে বেশ কয়েকটি অঞ্চল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2017 08:36 AM (IST)
বীরভূম: বীরভূমে ফের শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বেশ কয়েকটি নদীর জলস্তর ফের বাড়ার আশঙ্কা। যদিও ময়ূরাক্ষী, অজয় ও ব্রাহ্মণীর মতো নদীর জলস্তর বিপদসীমার নিচেই রয়েছে। ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোর জলাধারের জলস্তরও বিপদ সীমার নিচে। এই জলাধার থেকে বেশি পরিমাণে জল ছাড়লে তিলপাড়া ব্যারেজে জল ছাড়া শুরু হবে। সেক্ষেত্রে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।