পূর্ব মেদিনীপুর: ফুলে ফেঁপে উঠেছে সমুদ্র! গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে ঢেউ! টানা বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের দিঘায় জলোচ্ছ্বাস। শঙ্করপুর, মন্দামণিতেও এক ছবি!
জেলা প্রশাসন সূত্রে খবর, দিঘা, শঙ্করপুর ও মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। মৎস্যজীবীদেরও নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে।
সতর্ক করা হয়েছে জেলার উপকূলবর্তী এলাকার গ্রাম পঞ্চায়েতগুলিকে। পূর্ব মেদিনীপুরের বাকি জায়গাগুলিতেও এক ছবি!
অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হলদিয়া পুরসভার বেশকিছু ওয়ার্ড। পাঁশকুড়াতেও চরমে জল-যন্ত্রণা। সবমিলিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন। ফ্লাড সেন্টার গুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস, পর্যটক, মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2017 09:34 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -