ঝাড়গ্রাম:  ঝাড়গ্রামের সাঁকরাইলে ফের ট্যারান্টুলা আতঙ্ক। এবার তৃণমূল ব্লক সভাপতির বাড়িতেই মিলল ট্যারান্টুলা। আতঙ্কে স্কুল ছুটি দিলেন শিক্ষিকারা।

সাঁকরাইলের সিজডিহা গ্রামের বাসিন্দা, তৃণমূলের ব্লক সভাপতি তপন পট্টনায়ক। রবিবার রাতে তাঁর বাড়িতেই দেখা মেলে ট্যারান্টুলার। তপন পট্টনায়কের দাবি,  রবিবার রাতে টিভি দেখছিলেন, সেইসময় দেওয়াল বেয়ে নেমে আসে ট্যারান্টুলাটি। সঙ্গে সঙ্গে সেটিকে কৌটোবন্দি করা হয়।

সারারাত কৌটোবন্দি অবস্থাতেই ছিল মাকড়সাটি। সকালে খবর ছড়াতেই ট্যারান্টুলা দেখতে ভিড় বাড়ে বাড়িতে। পাল্লা দিয়ে বাড়ে আতঙ্কও। ব্লক সভাপতির বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে সিজডিহা শিশুশিক্ষা কেন্দ্র। ট্যারান্টুলা দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্কুলে আসা কচিকাঁচারা।

আতঙ্ক বাড়ছে দেখে স্কুল ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষিকারা।

পরে বনদফতরের কর্মীরা এসে ট্যারান্টুলাটি নিয়ে যায়। এলাকার মানুষের আতঙ্ক কমাতে, ট্যারান্টুলা নিয়ে একটি সচেতনতা শিবির করার কথা ভাবছে বনদফতর।

গত কয়েক মাসে পশ্চিম মেদিনীপুরের সবং, পিংলা, ডেবরা থেকে শুরু করে ঝাড়গ্রামের সাঁকরাইল, একাধিকবার দেখা মিলেছে ট্যারান্টুলার। আটপেয়েদের দেখে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।